আব্দুস সাত্তার, বিশেষ প্রতিনিধি
টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচন-২০২৩ উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
শনিবার দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউস এর সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।এসময় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমান, বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আকতার, বাসাইল থানার অফিসার ইনচার্জ মো: মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এছাড়াও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।