টাঙ্গাইলের দেলদুয়ারে মাসহ দুই শিশু হত্যা মামলায় প্রধান আসামি শাহেদ বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে দেলদুয়ার আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার জামিন আবেদন নাকচ করে কারাগারে প্রেরণ করেন।
টাঙ্গাইল কোর্ট পুলিশ ইন্সপেক্টর তানবীর আহমেদ জানান, এ আলোচিত মামলার প্রধান আসামি শাহেদ আদালতে আত্মসমর্পণ করেন। পরে বিচারক আরিফুল ইসলাম জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, গত শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের চকতৈল পূর্বপাড়া গ্রামের মো. শাহেদের স্ত্রীর ঝুলন্ত লাশ ঘর থেকে উদ্ধার করা হয়। এ সময় পাশেই বিছানায় পড়ে ছিল শাহেদের দুই ছেলে মুসফিক (৮) ও মাশরাফির (২) লাশ।
এ ঘটনায় স্বামী শাহেদেকে প্রধান আসামী করে গত রোববার দুপুরে মনিরার মা আবেদা বেগম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিন–চারজনকে আসামি করে দেলদুয়ার থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার দিন থেকেই প্রধান আসামি শাহেদসহ অন্যরা পালিয়ে যান।