টাঙ্গাইলের কালিহাতীতে বালুবাহী হাইড্রোলিক গাড়ির চাপায় আবুল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১ টার দিকে উপজেলার এলেঙ্গা বল্লা আঞ্চলিক সড়কের চেচুয়া ঘাটপার নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন এলেঙ্গা পৌরসভার চিনামুড়া গ্রামের মৃত তফিল উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, আবুল হোসেন বাইসাইকেল যোগে মসিন্দা থেকে কার নিজ বাড়ি চিনামুড়া যাওয়ার পথে চেচুয়া পৌঁছালে বালুবাহী একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আবুল হোসেনর মৃত্যু হয়।
কালিহাতী থানার এসআই আলামিন জানান, নিহতের লাশ স্বজনরা বাড়ি নিয়ে গেছে। থানায় কেউ অভিযোগ করেনি।