টাঙ্গাইলের ভূঞাপুরে পানিতে ডুবে ফাতেমা নামে এক ৭ বছরের শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে এ র্দূঘটনা ঘটে। নিহত ফাতেমা উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলী গ্রামের আব্দুর রহিমের মেয়ে।
জানাগেছে, ফাতেমা তার বাড়ির পাশে ব্রীজের সংলগ্ন একটি পুকুর পাড়ে খেলতে যায়। খেলতে খেলতে এক পর্যায়ে সে পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ভূঞাপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন।পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।