চৈত্রের দুপুরে দাবদাহে গ্রামীণ জীবন অতিষ্ট হয়ে উঠে। শিশু-কিশোর যুবক বুড়ো সবাই তখন ভির জমায় নদী-নালা, খাল-বিল, পুকুর দীঘির পানিতে। পানির মাঝে লাফালাফি করে করে স্বস্তির নিঃস্বাস নিতে চায়। তেমনি এক দল শিশু বুধবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা তাঁত বোর্ড সংলগ্ন চারান বিলের শুকনো পানিতে স্বস্তির নিঃস্বাস নিতে মনের আনন্দে মেতে উঠেছে।