সখীপুরে আটিয়া বন অধ্যাদেশ সংশোধনের দাবিতে, সখীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত জনসাধারণ, পাহাড় বাসির মরণফাঁদ, আটিয়া বন অধ্যাদেশ সংশোধনের দাবিতে মানববন্ধন করে, মানববন্ধন শেষে, সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী ফারজানা আলমকে স্মারক লিপি প্রদান করে।
আটিয়া বন অধ্যাদেশ সংশোধনসহ আরও ১২ টি দাবির কথা উত্থাপন করে, বীরমুক্তিযোদ্ধা ইদ্রিস সিকদার। তিনি বলেন আমাদের দাবি মানতে হবে, আমরা পাহাড়ের মানুষ এ আইনে বিপদে পড়ে আছি, এ আইনের কয়েকটি ধারা পরিবর্তন করতে হবে।
এসময় জন সাধারণের উদ্দেশ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী ফারজানা আলম বলেন, আমি আপনাদের স্মারক লিপি গ্রহণ করলাম, সেই সাথে আমি আপনাদের দাবি দাওয়া সম্পর্কে সরকারের উচ্চ মহলে উত্থাপিত করবো এবং আমি আমার যতটুকু সার্মথ্য আছে আপনাদের কাজে সহযোগিতা করবো।
এসময় উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা, আ: হালিম সরকার লাল,সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আহ্বায়ক আব্দুস ছবুর খান মেম্বার সহ, সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর প্রমুখ।