টাঙ্গাইলের সখীপুরে জামিয়াতুল মোদার্রেছীনের ৩৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ২৯ আগস্ট রোববার সংগঠনটির জেলা কমিটির সভাপতি-সম্পাদক সাক্ষরিত ৩৭ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির অনুমোদন দেয়।
কমিটিতে কালিয়া ইসলামিয়া সিনিয়ার মাদরাসার অধ্যক্ষ আবুল খায়ের গুলজারীকে সভাপতি ও কাহারতা ইসলামিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক আবদুল লতিফকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
জামিয়াতুল মোদার্রেছীনের উপজেলা শাখার নতুন কমিটির সভাপতি আবুল খায়ের গুলজারী ও সাধারণ সম্পাদক আবদুল লতিফ বলেন, সকলের সহযোগিতা পেলে এই কমিটির মাধ্যমে আমরা মাদরাসা শিক্ষকদের কল্যাণে কাজ করে যাবো।