আসন্ন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীরা ইতিমধ্যে নিজ নিজ এলাকায় ভোটাদের সমর্থন ও ভালবাসা পেতে সমাজের বিভিন্ন জনসাধারণের সাথে মতবিনিময় শুরু করেছেন। ৮নং ওয়ার্ডে জমে উঠেছে নির্বাচনী আমেজ। ৮নং ওয়ার্ডে রাস্তার মোড়ে, চায়ের দোকানে একটাই বিষয় নির্বাচন কেন্দ্রীক আলোচনা সর্বস্তরের মানুষের ভাব-ভালোবাসার প্রকাশে ফুটে উঠেছে প্রিয় প্রার্থীর জয়ধ্বনি। ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে জনপ্রিয়তার শীর্ষে ছাইদুর রহমান ছাদেক।
জানা যায়- সৎ সাহসী নীতি ও আদর্শবান, সদা হাস্যউজ্জ্বল, বিশিষ্ট সমাজ সেবক সাইদুর রহমান ছাদেক। সল্লা ইউনিয়নের ৮নং ওয়ার্ড প্রকৃত অর্থে উন্নত, আধুনিক, শান্তি – সিমৃদ্ধির আবাসস্থল হিসাবে গড়ে তুলতে তার রয়েছে দৃঢ় অঙ্গীকার।
খুঁজ খবর নিয়ে আরও জানা যায়- ছাইদুর রহমান ছাদেক একজন ভালো মানুষ। সমাজে রয়েছে তার মানবিক কাজের সু-কীর্তি। সব সময় ৮নং ওয়ার্ডের জনগণ বিপদে তাকে কাছে পেয়েছেন। যুবকদের মনেও বেশ দখলদারিত্ব অর্জন করে তুমুল জনপ্রিয়তা জুগিয়েছেন সাইদুর রহমান ছাদেক। ৮নং ওয়ার্ডের উন্নয়নমূলক কর্মকাণ্ড কিম্বা শিক্ষা প্রতিষ্ঠানে তার রয়েছে ভালোবাসার ছোঁয়া। তিনি নরদহি উচ্চ বিদ্যালয়ে ও প্রাথমিক বিদ্যালয়ে সুবর্নজয়ন্তী উপলক্ষেও বিশেষ অবদান রেখেছেন।
ছাইদুর রহমান ছাদেক বলেন, মানুষের শাসক নয়, সেবক হতে চায়। জনগণের কল্যাণে কাজ করতে চাই । ব্যাক্তি উদ্যোগে মানুষের কল্যাণে সবসময় কাজ করা সম্ভব। কিন্তু সর্বাত্মকভাবে সমাজের সেবা করতে হলে জনপ্রতিনিধি হওয়ার বিকল্প নাই। বিশেষ করে সরকারী অনুদান তৃণমূলের সর্বস্তরের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মাধ্যমে সমাজের সামগ্রিক কল্যাণ সাধন করা সম্ভব হয়।
তাই আসন্ন নির্বাচনের মধ্যে দিয়ে জনপ্রতিনিধি হওয়ার প্রত্যাশা নিয়ে আমি এলাকায় কাজ করছি। আমার ৮নং ওয়ার্ডকে, চাঁদাবাজ, মাদক, কিশোর গ্যাং, ভূমিদস্যু, সালিশ বানিজ্য, যৌতুক, বাল্য বিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং মুক্ত, সমাজ গঠনের লক্ষে, একটি দৃষ্টিনন্দন আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চাই সকলের সহযোগিতায়।
ছাইদুর রহমান ছাদেক আরও বলেন, আমি ৮নং ওয়ার্ড জনগণের জন্য নিজেকে উৎসর্গ করবো। আমি যেন, সল্লা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে জয়ী হয়ে ওয়ার্ডকে সুন্দর ভাবে সাজাতে পারি, তার জন্য আপনাদের দোয়া, সহযোগিতা ও সমর্থন চাই।