টাঙ্গাইলের ঘাটাইলে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে টাঙ্গাইল -ময়মেনসিংহ মহাসড়কের উপজেলার জামুরিয়া ইউনিয়নের হরিপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মধুপুর উপজেলার শামীম, ঘাটাইল উপজেলার লাউয়া গ্রামের সোনামিয়া ও অস্টোচল্লিশা গ্রামের আলমগীর হোসেন।
জানাগেছে, নিহত ওই তিন জন মোটরসাইকেল যোগে টাঙ্গাইল থেকে ঘাটাইলের দিকে যাওয়ার পথে হরিপুর ননামকস্থানে এসে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ওই তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়।
এ বিষয়ে ঘাটাইল থানার এস আই বাবুল হোসেন জানান, লাশ উদ্ধার করে ঘাটাইল থানায় নেওয়া হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।