টাঙ্গাইলের কালিহাতী উপজেলা রতনগঞ্জ বাজার বনিক বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে রতনগঞ্জ বাজারে কাঁচা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

সমবায় সমিতির সভাপতি আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাগবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ মিয়া, সমিতির সাবেক সভাপতি সেলিম মিয়া, সাহেব আলী, সাধারণ সম্পাদক লাট মিয়া, কোষাধ্যক্ষ আব্দুল বারেক, সদস্য আবু সাঈদ প্রমুখ।
এ সময় সমিতির ৪৬২ জন সদস্যের মধ্যে ৪২০ জন সদস্য উপস্থিত ছিলেন। ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত বর্তমান কমিটির মেয়াদ রয়েছে। তাই পরবর্তী কমিটির জন্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তারা। এটাই এই কমিটির শেষ সভা। শেষে মধ্য ভোজের আয়োজন করা হয়।