টাঙ্গাইলের কালিহাতীতে রেল লাইনে কাঁটা পড়ে যুবকের মৃত্যু ও রেল লাইনে ঝাঁপিয়ে পড়ে গৃহবধুর আত্মহত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে।
সোমবার (২৩ আগস্ট) ভোর ৫ টায় উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের কামাক্ষা মোড় এলাকায় ঢাকামুখী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাঁটা পড়ে ওই যুবকের মৃত্যুর ঘটনা ঘটে। অপরদিকে স্বামীর সাথে ঝগড়া করে সকাল ১১ টায় উপজেলার রাজাবাড়িতে উত্তরবঙ্গমুখী একই ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক গৃহবধু আত্মহত্যা করেন বলে খবর পাওয়া গেছে। নিহত যুবক সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার উত্তর নন্দলালপুর গ্রামের মো: আব্দুল মান্নানের ছেলে মো: সোহেল রানা (২৭)।
নিহত গৃহবধু উপজেলার সহদেবপুর ইউনিয়নের দক্ষিণ চামুরিয়া গ্রামের রশমত মোল্লার মেয়ে ও টাঙ্গাইল সদর উপজেলার নন্দবালা এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী সোলায়মানের স্ত্রী সুবর্ণা (২২)।
সহদেবপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান বালা জানান, নিহত গৃহবধু দেড় বছরের মেয়ের মা, তাঁরা এলেঙ্গা পৌরসভার মুসিন্দা এলাকায় ভাড়া থাকতেন। স্বামী সোলায়মান এলেঙ্গাতে ছোট-খাটো ব্যবসা করেন। বাবার বাড়ি এলাকায় একটি এনজিওর ঋণের টাকা নিয়ে স্বামীর সাথে ঝগড়া করে এলেঙ্গা-বল্লা সড়কের রেল ক্রসিংয়ের উত্তরে রাজাবাড়িতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে মারা যান।
বাবা রশমত মোল্লা জানান এনজিওর টাকা নিয়ে ঝগড়ার জেরে পরিকল্পিত হত্যাকান্ডও হতে পারে, আইনগত পদক্ষেপের বিষয়ে আমরা পরে সিদ্ধান্ত নিবো।
টাঙ্গাইল রেল স্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো: বেলাল হোসেন বলেন, ময়নাতদন্ত ও আইনী প্রক্রিয়া শেষে সিরাজগঞ্জের নিহত যুবকের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে। রাজাবাড়িতে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে গৃহবধু মারা যাবার বিষয়টি আমাদের জানা নেই।