টাঙ্গাইলের ঘাটাইল ও ভূঞাপুর উপজেলায় পৃথক সড়ক দূর্ঘটনায় মা-মেয়েসহ ৩ জন নিহত। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে ঘাটাইল উপজেলার পাকুটিয়া নামক স্থানে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল আরোহী বিমানবন্দরের ট্রাফিক হেলপার ছানোয়ার হোসেন সোহাগ (৩৫) নিহত হয়েছেন। বিকাল ৪ টার দিকে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের বাগবাড়ি নামক স্থানে তেলবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পারুল বেগম (৩৫) এবং তাদের চার বছরের মেয়ে ছোঁয়া মনি।
নিহত ট্রাফিক হেলপার ছানোয়ার হোসেন সোহাগ পাশের জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার জানোকিপুর গ্রামের শহিদুর হোসেনের ছেলে ও পারুল বেগম ভূঞাপুর উপজেলার বিলচাপড়া গ্রামের মো: শহিদুল ইসলাম স্ত্রী এবং ছোঁয়া মনি তাদের মেয়ে।
ঘাটাইল থানার এসআই বিল্লাল হোসেন জানান, ছানোয়ার হোসেন সোহাগ ঢাকাস্থ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোটরসাইকেল যোগে বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে ফিরছিলেন। পাকুটিয়া বাসস্ট্যান্ডে এসে একটি ট্রাককে ওভার টেকিং করার সময় অপর একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সামনে দাঁড়ানো থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় সোহাগের মাথার সামনে অংশ থেতলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো: ফরিদুল ইসলাম জানান, পারুল বেগম তার কণ্যাশিশুকে নিয়ে ভ্যানগাড়ি যোগে বিকেল সাড়ে ৩টার দিকে গ্রামের বাড়ি বিলচাপড়া যাচ্ছিলেন। এ সময় তাদের বহনকারী ভ্যানগাড়িটি ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের বাগবাড়ি নামক স্থানে এলে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।