মানুষ ভজলে সোনার মানুষ হবি…
খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়..
এরকম অসাধারণ অসংখ্য গানের জনক লালন সাঁই।ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে ফকিরি গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং তার গানের মাধ্যমেই উনিশ শতকে বেশ জনপ্রিয়তা অর্জন করে।
ফকির লালন স্মরণে কেন্দ্রীয় সাধু সঙ্গের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিনদিন ব্যাপি সাধু সম্মেলন ও লালনমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
টাঙ্গাইলের জেলার কালিহাতী উপজেলার বাগুটিয়ায় কেন্দ্রীয় সাধু সঙ্গের আয়োজনে এ লালন মেলা। এতে সভাপতিত্ব করবেন বাবু হরিমোহন পাল, নির্বাহী সভাপতি ছোবহান তালুকদার, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মতিন।
আগামী ৪, ৫, ও ৬ জানুয়ারি বাগুটিয়ার খিলদা স্কুল মাঠে স্থান নির্ধারণ করা হয়েছে।
১ম দিন বুধবার অনুষ্ঠান সূচিতে থাকছে বাউল গুরু সফি মন্ডল, সভাপতি বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা এবং সরদার হীরক রাজা, সাধারণ সম্পাদক, বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা।
২য় দিন বৃহস্পতিবার কেন্দ্রীয় সাধু সংঘ সাংস্কৃতিক জোট এবং জাতীয় পর্যায়ের লালন শিল্পী। ৩য় দিন শুক্রবার থাকছে অচিন পাখি কন্ঠরাজের সেরা দশ এবং জাতীয় পর্যায়ের লালন শিল্পী।