টাঙ্গাইলের ঘাটাইল ও কালিহাতী উপজেলার ৬টি ইউনিয়নে পাঁচটিতে চেয়ারম্যান আ’লীগ মনোনীক প্রার্থী( নৌকা প্রতীক)ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল আটটা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ঘাটাইল ও কালিহাতী উপজেলায় ৬টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
চেয়ারম্যান পদে নির্বাচিতরা হলেন,কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নে (নৌকা প্রতীক) শফিকুল ইসলাম শফি, ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নে (নৌকা প্রতীক) মো: বেলায়েত হোসেন বেলাল, সংগ্রামপুর ইউনিয়নে স্বতন্ত্র (ঘোড়া প্রতীক) মো: গিয়াস উদ্দিন বাবু, রসুলপুর ইউনিয়নে (নৌকা প্রতীক) কাজী মাহবুব-উল-হক মাছুদ, লক্ষিন্দর ইউনিয়নে (নৌকা প্রতীক) মো: সাইদুর রহমান ও ধলাপাড়া ইউনিয়নে (নৌকা প্রতীক) শফিকুল ইসলাম জয়লাভ করেছেন।
জেলা নির্বাচন অফিস সুত্রে জানাগেছে, টাঙ্গাইলের ঘাটাইল ও কালিহাতী উপজেলার ৬টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। ঘাটাইলের ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২১জন, সাধারণ সদস্য পদে ১৪৩ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। পাঁচটি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন এক লাখ দুই হাজার ৩৭৫ জন। অপরদিকে কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ছয় জন, সাধারণ সদস্য পদে ৩২ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। এ ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ২২ হাজার ৪৫৫ জন।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ঘাটাইল নির্বাচনি এলাকায় ৫ এবং কালিহাতীতে ১জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। এছাড়া প্রতিটি কেন্দ্রে ৫ থেকে ৬ জন পুলিশ সদস্য, ১৪ থেকে ১৬ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। পুরো নির্বাচনি এলাকায় ১ প্লাটুন বিজিবি মোতায়েন ছিলো।