টাঙ্গাইল
Mission 90 News
Send an email
ডিসেম্বর ২৪, ২০২২সর্বশেষ আপডেট ডিসেম্বর ২৪, ২০২২
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত
০ ১,৪২৭ এক মিনিটেরও কম সময়
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬০) এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জোকারচর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঘন কুয়াশা থাকায় খুব কাছের বস্তুও দেখা যাচ্ছিলো না। সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ট্রেনটি জোকারচর বাসস্ট্যান্ড এলাকা অতিক্রম করছিল। এক পর্যায়ে ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে।
জোকারচর রেলের গেটম্যান ইয়াকুব আলী জানান, সকালে রেল লাইনের পাশে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের অবগত করেন। বিষয়টি পুলিশকে জানানো হয়ছে।