টাংগাইলের সখিপুর উপজেলার বগা প্রতিমা এলাকাবাসীর উদ্যোগে আজ শুক্রবার বিকেল ৪ ঘটিকায় মাদকবিরোধী মানববন্ধন করা হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ইন্জিনিয়ার আতাউল মাহমুদ। আরো উপস্থিত ছিলেন বহেরাতৈল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ওয়াদুদ হোসেন , সখিপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান , সেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক খলিলুর রহমান আপেল,বহেরাতৈল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সালমান রবি, সখিপুর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ সাধারণ সম্পাদক সবুজ আহমেদ সহ বগা প্রতিমা এলাকাবাসী। মানববন্ধনে অংশগ্রহণ কারী ছাত্র, যুবক, দিনমজুর সকলেরই এক দাবী মাদকমুক্ত সমাজ চাই। প্রধান অতিথির বক্তব্যে ইন্জিনিয়ার আতাউল মাহমুদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আমরা দেখেছি এর আগেও চোলাই মদ তৈরি করে সেই ধোপারচালাতেও যুব সমাজ মানববন্ধন করেছে, তাই এখনই সময় আমাদের প্রত্যেকে কে প্রত্যেকের জায়গায় দাড়িয়ে মাদক সেবী ও মাদক সরবরাহকারী কে প্রতিহত করতে হবে, মাদকের সাথে সংশ্লিষ্ট কেউ থাকলে সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করুন, বা জরুরি সেবা ৯৯৯ কল করে বিস্তারিত বলুন। বগা প্রতিমা বাজার সমিতি,বগাপ্রতিমা স্কুল কমিটি ও বগাপ্রতিমা মসজিদ কমিটির দায়িত্বশীল সকলেই মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
এলাকাবাসী আরো বলেন- বগাপ্রতিমা থেকে একটি জঙ্গল পার হলেই ধোপারচালা গ্রাম। যে গ্রামে দিনরাত ২৪ ঘন্টা চোলাই মদ সহ নানা ধরনের মাদক তৈরি করা হয়, ধোপারচালা থেকে চোলাই মদ ও অন্যান্য মাদক বগাপ্রতিমা এলাকায় সাপ্লাই দেয়া হয়, এজন্য বগাপ্রতিমা এলাকাবাসী মাদকের বিরুদ্ধে মানববন্ধন করেন।বগাপ্রতিমা এলাকাবাসীরা বলেন পার্শ্ববর্তী ধোপারচালা গ্রাম সহ আশেপাশের সকল গ্রামেই মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালালে মাদকের উৎপাত ও মাদকসেবিদের আনাগোনা বন্ধ হতো।মানববন্ধনকারী সকলেই মাদকের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য সখিপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।