টাঙ্গাইল

টাঙ্গাইলে ১১৯ বোতল ফেনসিডিলসহ দুই কিশোর আটক

টাঙ্গাইলে ১১৯ বোতল ফেনসিডিলসহ মো: বায়োজিদ (১৬) ও সবুজ ইসলাম (১৪) নামের দুই কিশোরকে আটক করেছে র‌্যাব। শনিবার রাতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সদর উপজেলার রাবনা বাইপাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার মারাধার গ্রামের এজাবুল ইসলামের ছেলে মো: বায়োজিদ, একই এলাকার মৃত শাহিন ইসলামের ছেলে মো: সবুজ ইসলাম। তারা ঠাকুরগাঁও জেলা শহরের আসলাম পাড়ায় ভাড়া বাসায় থাকতেন।

রোববার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১২ এর ৩নং ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি মো: এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে একদল র‌্যাব সদস্য টাঙ্গাইল শহরের রাবনা বাইপাসে একটি সিএনজি পাম্পের পাশে অভিযান চালায়। অভিযানে ১১৯ বোতল বিক্রি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ মো: বায়োজিদ ও সবুজ ইসলাম নামের দুই কিশোরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি মোবাইলও জব্দ করা হয়। আটককৃত কিশোরদের নামে টাঙ্গাইল সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker