সারাদেশে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা ও মিথ্যা মামলায় গেস্খফতার ও জামিন বাতিল করে নেতাকর্মীদের কারাগারে প্রেরণের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার সকালে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহরের শান্তিকুঞ্জ মোড়ে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে এসে শান্তিকুঞ্জ মোড়ে সমবেত হয় নেতাকর্মীরা। সেখান থেকে একটি মিছিল বের হলে পুলিশের বাধায় সেখানেই সমাবেশ করে তারা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহীন, যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী শফিকুর রহমান লিটন, আতাউর রহমান জিন্নাহ, আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি আজগর আলী, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ, শহর বিএনপির সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ, জেলা তাঁতীদলের সভাপতি শাহ-আলম, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নিলুফার ইয়াসমিন খান, জেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাতেন প্রমূখ।