সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে টাঙ্গাইল জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে শান্তিপূর্ণভাবে দুপুর ২টায় শেষ হয়েছে। বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে নির্বাচিতরা হলেন, ধনবাড়ী থেকে তোফাজ্জল হোসেন, গোপালপুরে এসএম রফিকুল ইসলাম, ভূঞাপুরে খায়রুল ইসলাম, ঘাটাইলে রোকনুজ্জামান ঠান্ডু, কালিহাতীতে আয়নাল হক, টাঙ্গাইল সদরে মাসুরুল ইসলাম, দেলদুয়ারে মোশারফ হোসেন, নাগরপুরে শহিদুল ইসলাম, বাসাইলে নাসির খান, সখীপুরে আনোয়ার হোসেন তালুকদার ও মির্জাপুরে তাহেরুল ইসলাম বিজয়ী হয়েছেন।
সংরক্ষিত নারী সদস্য পদে মাহমুদা বেগম (ধনবাড়ী, মধুপুর, গোপালপুর), রাজিয়া সিদ্দিকী(ঘাটাইল,কালিহাতী, ভূঞাপুর), শিমু খান (সদর, নাগরপুর, দেলদুয়ার) ও খালেদা সিদ্দিকী (মির্জাপুর, বাসাইল, সখীপুর)।
উল্লেখ্য, টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান পদে ফজলুর রহমান খান এবং মধুপুরের সদস্য পদে খন্দকার শফিউদ্দিন মনি বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসার আতাউল গনি জানান, সুষ্ঠু এবং শান্তিপূণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে পর্যাপ্ত সংখ্যাক আইনশৃৃৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করে। ভোটারা নিয়ন মেনে ভোট দিয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান জানান, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ১২ টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।