টাঙ্গাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মালামাল ভর্তি একটি কাভার্ডভ্যানে আগুন লেগে গ্রাহকের প্রায় ৭০ ভাগ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। রোববার সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের টাঙ্গাইল শাখা কার্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে।
সুন্দরবন কুরিয়ার সাভির্সের টাঙ্গাইল শাখার ম্যানেজার কামাল উদ্দিন জানান, ঢাকার কেরানীগঞ্জ সুন্দরবন কার্যালয় থেকে শনিবার (১৫ অক্টোবর) রাতে কাভার্ডভ্যানে গ্রাহকের বিভিন্ন মালামাল লোড করা হয়।রোবার সকালে টাঙ্গাইল শাখা কার্যালয়ের সামনে এসে পৌঁছায়। এরপর মালামাল নামানোর জন্য গাড়িটির ঢালা খুলতেই কালো ধোয়া বের হয়ে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় গাড়িতে থাকা টাঙ্গাইল সদরসহ জেলার বিভিন্ন উপজেলার গ্রাহকদের প্রায় ৭০ শতাংশ মালামাল পুড়ে গেছে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিস জানান, সকাল ৮ টা ৫০ মিনিটের দিকে আমাদের খবর দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওভার হিটের কারণে এ আগুণের সূত্রপাত হয়েছে বলেও জানান তিনি।