টাঙ্গাইলের ভূঞাপুরে অষ্টম শ্রেণীর ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে ঘটনায় দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার অলোয়া ইউনিয়নের নলুয়া গ্রাম থেকে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় মিরাজ ও তার বড় ভাই সুমন গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন. ভ‚ঞাপুর পৌরসভার পলিশা গ্রামের হাসমত আলীর ছেলে ও টেপিবাড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মিরাজ এবং তার বড় ভাই সুমন (২২)।
এরআগে গত শনিবার (৮ অক্টোবর) রাতে স্কুল ছাত্রীর মা বাদী হয়ে চারজনের নামে ভুঞাপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
জানাগেছে,স্কুল ছাত্রীকে বিভিন্ন সময় উত্যাক্ত করতো তারই সহপাঠি মিরাজ। এক পর্যায়ে প্রেমের ফাঁদে ফেলে বড় ভাই সুমন, ভাবি লাবন্য ও চাচা মনিরুজ্জামানের সহায়তায় তাকে রাস্তা থেকে শুক্রবার (৭ অক্টোবর) অপহরণ করা হয়। শনিবার (৮ অক্টোবর) রাতে স্কুল ছাত্রীর মা বাদী হয়ে চারজনের নামে অপহরণ মামলা দায়ের করেন। সোমবার রাতে উপজেলার অলোয়া ইউনিয়নের নলুয়া গ্রাম থেকে পুলিশ স্কুল ছাত্রীসহ মিরাজ ও তার ভাই সুমনকে গ্রেফতার করে।
ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, মেয়েটিকে উদ্ধারসহ জড়িত দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। স্কুল ছাত্রীকে শারীরিক পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল শেষে ২২ ধারা জবানবন্দির জন্য টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়েছে।