মহান স্বাধীনতার স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে টাঙ্গাইল জেলা তাঁতী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আজ সকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন টাঙ্গাইল জেলা তাঁতী লীগ।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা তাঁতী লীগের সভাপতি আক্কাস তালুকদার, সহ-সভাপতি জয়নাল আবেদীন উল্লাস, সাংগঠনিক সম্পাদক মারুফ রহমান মাসুদ, পৌর তাঁতী লীগের সভাপতি শামীম তালুকদার, যুগ্ন-সাধারণ সম্পাদক পিযুষ কুমার অপু, সদস্য ওয়াসিম তালুকদার প্রমুখ।
পরে সরকারের নির্দেশিত যথাযত স্বাস্থ্যবিধি মেনে সারাদিন ব্যাপি অসহায় ও দুঃস্থ মানুষের জন্য গণভোজের আয়োজন করা হয়।