টাঙ্গাইলফুটবল

টাঙ্গাইলে স্ট্রাইকার কৃষ্ণা ও কোচ ছোটনকে সংবর্ধনা

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের স্ট্রাইকার কৃষ্ণা রাণী সরকার ও কোচ গোলাম রাব্বানী ছোটনকে সংবর্ধনা দিয়েছে টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা। শনিবার (১ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলার দুই কৃতি সন্তানের সম্মানে এই সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয়।

জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ড: মো: আতাউল গণির সভাপতিত্বে সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান ফারুক। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন,পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি প্রমুখ।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মইনুল হোসেন লিন্টুর অনুষ্ঠান সঞ্চালনায় ওই অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক মাতিনুজ্জামান সুখন, ইফতেখারুল অনুপমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-সদস্যবৃন্দসহ সামাজিক, রাজনৈতিক, ক্রীড়ানুরাগীরা।

সংবর্ধণা অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কৃষ্ণা রাণী সরকারকে এক লাখ ও কোচ গোলাম রাব্বানী ছোটনকে পঞ্চাশ হাজার টাকাসহ ক্রেস্ট দেয়া হয়।

টাঙ্গাইল জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান ফারুক ব্যক্তিগতভাবে কৃষ্ণা রাণী সরকার ও কোচ গোলাম রাব্বানী ছোটনকে স্বর্র্ণের চেন উপহার দেন। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষ্ণাকে এক লাখ,ছোটনকে পঞ্চাশ হাজার,পুলিশ সুপারের পক্ষ থেকে কৃষ্ণাকে এক লাখ ও ছোটনকে পঞ্চাশ হাজার,টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্যের পক্ষ থেকে দুইজনকে পঁচিশ হাজার টাকা দেয়া হয়েছে।

অপরদিকে জেলা মহিলা ক্রীড়া সংস্থা, সদর উপজেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন সংগঠণের পক্ষ থেকে সংবর্ধিতদের ক্রেস্ট দেয়া হয়। ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংবর্ধিতদের পরিবারের সদস্যসহ কৃষ্ণার স্কুল কোচ ও গোপালপুর সূতী ভিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক গোলাম রায়হান বাপনকেও উপহার দেয়া হয়েছে।

নারী ফুটবলার কৃষ্ণা রানী সরকার বলেন,নিজের এলাকায় এইভাবে এতো বড় পরিসরে সংবর্ধনা পাবো তা আশা করিনি। এতো সুন্দরভাবে আমাকে সংবর্ধনা দেওয়ায় সত্যিই আমি খুব আনন্দিত। আগামী দিনে আমাদের আরো খেলা আছে। সেই খেলায় আমরা যেন আরো এগিয়ে যেতে পারি তার জন্য সকলেই দোয়া করবেন এবং পাশে থাকবেন। আমার বাবা-মাসহ স্কুলের স্যার, জাতীয় দলের কোচ, গোপালপুরবাসী ও টাঙ্গাইলবাসীর কারনেই আমার এই সফলতা।

জাতীয় নারী ফুটবল দলের কোচ গোলাম রাব্বানী ছোটন বলেন, সাফ জয়ী নারী খেলোয়াড়রা সত্যিই অনেক কষ্ট করে আজ এ পর্যন্ত এসেছে। তাদের পরিশ্রমের ফল তারা পেয়েছে। টাঙ্গাইলের কৃষ্ণার এই সাফল্যে আমি সত্যিই অনেক গর্বিত। কৃষ্ণা আমার নিজের এলাকার মেয়ে। আমি চাই সে আগামী দিনে আরো ভালো খেলবে। সাফ জয়ী প্রত্যেকটি খেলোয়াড়ই যার যার অবস্থান থেকে ভালো খেলার কারনে আমরা জয়ী হয়েছি।

কৃষ্ণা রানী সরকারের পিতা বাসুদেব সরকার বলেন,আমি সত্যিই অনেক আনন্দিত। আমি খুব খুশি হয়েছি।আমি টেলিভিশনে দেখেছি বিভিন্ন জেলার অন্য মেয়েদের সংবর্ধনা দিয়েছে কিন্তু টাঙ্গাইলে আমার মেয়েকে যেভাবে সংবর্ধনা দেওয়া হলো তা আর কোথাও দেওয়া হয়নি। এটা ভুলার মত না। আমি বলে বুঝাতে পারবো না যে আমি কতটুকু খুশি হয়েছি। সবাই কৃষ্ণার জন্য দোয়া করবেন।সে যেন আগামী দিনে আরো ভালো খেলতে পারে।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে নেপালের কাঠমুন্ডুতে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২২ এ বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ফাইনালে শক্তিশালী নেপালকে ৩-১ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তিনটি গোলের মধ্যে টাঙ্গাইলের কৃষ্ণা রানী সরকার দুটি গোল করে। দক্ষিণ এশিয়ার নারীদের শ্রেষ্ঠত্বের লড়াই এই সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপ আসর।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker