টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ টায় শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর উদ্যানে গিয়ে শেষ হয়।
র্যালিতে অন্যদের মধ্যে অংশ নেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যাণ্ট ইব্রাহিম খলিল, নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) আব্দুল করিম, সহকারী কমিশনার দ্বীপ ভৌমিক, জেলা তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও সাংবাদিক মো: রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল টুরিস্ট পুলিশের ইনচার্জ আতিকুর রহমান প্রমুখ।