“ফাতেমা মানব কল্যাণ ফাউন্ডেশন” কর্তৃক অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার এবং ভ্যান বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ১৫নং ওয়ার্ড-এ “ফাতেমা মানব কল্যাণ ফাউন্ডেশন” এর উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার এবং ভ্যান বিতরণ করা হয়েছে ৷
বৃহস্পতিবার ৮ (সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় জোবায়দা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷
ফাতেমা মানবকল্যান ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ৩১ জনকে সেলাই মেশিন, ৪ জনকে হুইল চেয়ার ও ১ জনকে ভ্যান প্রদান করা হয় ৷
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৫ এর সাংসদ সদস্য আলহাজ্ব মো: ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান আনসারী, গ্লোব গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক মো: আরিফ-উল ইসলাম সোহেল, পৌরসভার ১৫নং ওর্য়াড কাউন্সিলর আব্দুল্লাহেল ওয়ারেছ হুমায়ুন, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সভাপতি মো: রাশেদ খান মেনন (রাসেল), ক্লিন টাঙ্গাইলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো: জালাল উদ্দিন চাকলাদার শাহীন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন “ফাতেমা মানব কল্যাণ ফাউন্ডেশন” প্রধান উপদেষ্টা কামরুজ্জামান খান। সঞ্চালনায় ছিলেন সহ-সাধারণ সম্পাদক সাহিবুল বারীদ সোয়াদ।
এছাড়াও উপস্থিত ছিলেন “ফাতেমা মানব কল্যাণ ফাউন্ডেশন” ভারপ্রাপ্ত সভাপতি নাছিম আহাম্মেদ, সাধারণ সম্পাদক মো: আব্দুল আওয়াল মিঞা প্রমুখ।
বক্তারা এরকম আয়োজনে উৎসাহবোধ করেন। “ফাতেমা মানবকল্যান ফাউন্ডেশন” ২০২০ সাল থেকে তার কার্যক্রম শুরু করে। ইতিমধ্যে অসংখ্য মানুষকে সেলাই মেশিন, হুইল চেয়ার, ভ্যান, কম্বল ছাড়াও চিকিৎসাখাতে জরুরি সহযোগিতা দিয়ে যাচ্ছেন।
উক্ত ফাউন্ডেশনের যাবতীয় ব্যয়ভার আমেরিকা প্রবাসী তৌফিকুল ইসলাম উজ্জ্বল সাহেবের একক অনুদানে পরিচালিত হয়। তিনি তার মায়ের প্রতি ভালোবাসা প্রকাশে মায়ের নামে উক্ত ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন।