টাঙ্গাইলে সংঙ্গবদ্ধ অপহরণকারী চক্রের ৭ সদস্যকে আটক করেছে র্যাব-১২,সিপিসি-৩।সোমবার ভোরে টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান এর নেতৃত্বে একটি আভিযানিক দল সদর উপজেলার বাজিতপুর হাটখোলায় নির্মাণ পয়েন্টে বিকাশের দোকান থেকে ৩ জন ও বাজিতপুর সাহাপাড়ায় দিলীপ অটো রাইস মিলের বাউন্ডারীর ভিতরে দক্ষিণ -পশ্চিম কোনে আমগাছের নিচ হতে ৪ জনকে আটক করা হয়।এসময় তাদের কাছ থেকে ২টি সুইচ গিয়ার চাকু, ১টি রশি, ১টি গামছা, ৪টি মোবাইল, ৪টি সিমকার্ড, ২টি হাত ঘড়ি, ৩টি মোটর সাইকেল ও নগদ ১১ হাজার ৩০ টাকাসহ অপহৃত আ: রহিম (৪০) কে উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন,কালিহাতী উপজেলার রতনগঞ্জ গ্রামের জামিল হোসেন সাগর (২২), আদি টাঙ্গাইল এলাকার শাকিল আহমেদ হৃদয়(২৭), লাবিব খান (১৮), রাকিবুল ইসলাম (২২), গারাইল এলাকার হৃদয় আহমেদ (২২), সখীপুর সদরের বাধন (১৯), রাব্বি খান (১৮)।
র্যাব কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান জানান, শহরে কাজের জন্য এসে অপহরণ হয় রহিম। অপহরণকারীরা তাকে মারধর করে সঙ্গে থাকা তিন হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে আটকে রেখে এক লাখ ২০ হাজার টাকা তার পরিবারের কাছে মুক্তিপন দাবি করে।টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেয়। পরে রহিমকে অপহরণকারীরা মোটরসাইকেল যোগে শহরের অন্য বাসায় নিয়ে যায়। সেখানে দুটি বিকাশ নম্বর দিয়ে টাকা আনার জন্য রহিমের বাড়িতে তাগিদ দেয়। বিষয়টি রহিমের ছোট ভাই আ: রাজ্জাক র্যাবকে জানালে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে টাঙ্গাইল শহরের বাজিতপুর সাহাপাড়া থেকে রহিমকে উদ্ধার করা হয়। ভুক্তভোগী সদর থানায় বাদী হয়ে মামলা করেছেন। আটকরকৃত ৭ জনকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।