টাঙ্গাইলের গোপালপুরে রাইস মিলের বয়লার চাপায় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার ডুবাইল নামকস্থানে একতা রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও চার শ্রমিক আহত হয়েছেন।
নিহতরা হলেন, কুড়িগ্রাম সদর উপজেলার ভবদার গ্রামের মো: আরিফ, একই উপজেলার গারুহারা গ্রামের নুর ইসলাম। বাকি এক জনের পরিচয় পাওয়া যায়নি।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোশারফ হোসেন জানান, ‘তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। ভেতরে আরও লাশ থাকতে পারে। উদ্ধার অভিযান অব্যাহত আছে।