টাঙ্গাইল মহাসড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে উপজেলা নির্বাচন কর্মকর্তার স্ত্রী ও এক শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন। আহতদের উদ্ধারর করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলে, গোপালপুর উপজেলার চরচতিলা মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক ও উত্তর বিলডোবা গ্রামের সাইফুল ইসলাম (৫৫), ঘাটাইল উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা ও কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেনের স্ত্রী নুসরাত জাহান হিমু (৩০)।
টাঙ্গাইল সদর হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: নবীন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সূর্য পরিবহনের একটি বাস উত্তর বঙ্গের দিকে যাওয়ার পথে রাবনা ওভারপাসের নিচে এলে বিপরীত দিক থেকে আসার একটি সিএনজি চালিত ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাইফুল ইসলাম নিহত হয়। গুরুত্বর আহত অবস্থায় হিমু ও তার শাশুড়ি ফরিদাসহ তিনজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হিমুর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেয়ার পথে দুপুরে নুসরাত জাহান হিমু মৃত্যু হয়।