টাঙ্গাইলের কালিহাতীতে পৃথকস্থানে ট্রেনে কাটা পড়ে এক নারীসহ ২জনের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের সরাতৈল ও সল্লা ইউনিয়নের আনালিয়াবাড়ি এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে। সকাল ৮টার দিকে উপজেলার সরাতৈল নামক স্থানে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫০) এক মহিলা নিহত হয়েছে। সাড়ে ১০ টার দিকে সল্লা ইউনিয়নের আনালিয়াবাড়ী নামক স্থানে আল মামুন (৩৯) নামে এক শ্রমিক মৈত্রী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। তিনি সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার দেউরা গ্রামের শাহজামাল ও আলেয়া বেগমের ছেলে।
নিহত মামুনের স্বজন ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক প্লাষ্টিকের দরজা নিয়ে রংপুর যাচ্ছিলো। ট্রাকটি ভোরে আনালিয়াবাড়ি এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এ সময় মালামালগুলো মহাসড়কে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়। ট্রেন লাইনে বসে ওই মালামাল পাহারা দিচ্ছিলেন মামুন। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন মামুনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের মাষ্টার মারফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ৮টার দিকে উপজেলার সরাতৈল নামক স্থানে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত(৫০) এক মহিলা নিহত হয়েছে।
টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই সাকলাইন জানান, আল মামুন একটি ট্রাকের যাত্রী ছিলেন। আনালিয়াবাড়িতে ট্রাক থেকে নেমে তিনি রেল লাইনের পাশে প্রসাব করছিলেন। এ সময় কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান। খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। একজনের পরিচয় পাওয়া গেলেও নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। পরিচয় পাওয়া নিহত ওই ব্যক্তির লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনের কাছে হস্তান্তর করা হবে।