১২ আগষ্ট (শুক্রবার) টাঙ্গাইল জেলার এসএসসি ব্যাচ-২০০০ এর উদ্যোগে বাসুলিয়া ও তরফপুরে অনুষ্ঠিত হলো বন্ধু মিলন মেলা ও নৌ ভ্রমণ।
২০০০ ব্যাচের ফেসবুক গ্রুপের সম্মানীত এডমিন ইব্রাহীম খলিল রাকিব, মো: বাহাদুর কবির, ইমতিয়াজ রুবেল এবং মডারেটর খান শফিক, এ কে গণি ও সুজন রাজাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মুজাহিদ কমল, ফরমান আলী ও রাজিব খান গ্রুপে সবচেয়ে বেশী একটিভ থাকার জন্য সম্মাননা স্মারক পান।
উক্ত মিলনমেলাকে প্রানবন্ত করতে শত ব্যস্ততা পেছনে রেখে বাসাইল সখিপুরের সাবেক এমপি অনুপম শাজাহান জয়, টাঙ্গাইল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন অংশ নেন। তারা বন্ধুদের সাথে প্রানোচ্ছল সময় পার করেন নিজের অভিব্যাক্তি প্রকাশ করতে গিয়ে নবীন বলেন প্রতিটি ব্যাচের উচিত এরকম আয়োজন করা। এতে করে নিজেদের মধ্যে হৃদ্যতা বৃদ্ধি পায়।
জয় বলেন, আনন্দময় পরিবেশকে উপলক্ষ্য করে ব্যাস্ততার যাতাকলে পীষ্ঠ জীবন থেকে খানিকটা সময় নিশ্চিন্তে কাটানো যায়।
গ্রুপের এডমিন রাকিব বলেন “স্কুল জীবন পেরিয়ে এসেছি কোনকালে। অথচ এমন আয়োজন করতে পেরে মনে হচ্ছে আজকে আমরা সবাই ফিরে গেছি দূরন্তপনা সেই কৈশোরে। দূরদুরান্ত থেকে আসা অংশগ্রহণকারি সকল বন্ধুকে ধন্যবাদ জানিয়ে এডমিন বাহাদুর কবির বলেন, ” খুবই ভালো সময় কাটিয়েছি আমরা। এরপর আরও বৃহৎ পরিসরে আয়োজনের চেষ্টা থাকবে।
দীর্ঘদিন পর অনেক বন্ধুকে একসাথে পেয়েছি।
নাট্য ও চলচ্চিত্র অভিনেতা সুজন রাজা নিজের ব্যস্ততাকে আড়াল করে ছুটে এসেছেন বন্ধুদের সাথে সময় কাটাতে। সম্প্রতি তার অভিনীত ভাইয়ারে সিনেমার মুক্তি নিয়ে প্রচারণায় বেশ ব্যস্ত সময় পার করেছেন তিনি।
তিনি বলেন “কাজের চেয়ে বন্ধুত্ব বড়। কাজ তো সারা বছরই করি। কোন ভাবেই প্রাণের বন্ধুদের সাথে মিলিত হওয়ার সুযোগ হাতছাড়া করতে চাইনি। আমি যতদিন বেঁচে আছি বন্ধুদের সাথে মিলিত হওয়ার কোন সুযোগ কখনোই ছাড়তে চাই না। ফিরে আসবো বার বার, বন্ধুরা যখনই ডাকবে, আমি থাকবো।
“উক্ত মিলন মেলার আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এ কে গনি, মুজাহিদ কমল, শাহিন, রাজিব খান।
সম্প্রতী ফেসবুকের মাধ্যমে এসএসসি ও এইচএসসি ব্যাচ কেন্দ্রিক বিভিন্ন ধরনের বন্ধুদের গ্রুপ গড়ে উঠছে। এতে করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে মেলবন্ধন তৈরি হবার পাশাপাশি পুরোনো বন্ধুদের খুঁজে পাওয়া যাচ্ছে। কর্মব্যস্ততার ফাক গলে সবাই একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে এই বন্ধুদের আড্ডায় যেন সুযোগ পেলেই শামিল হচ্ছে।