টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মাদরাসা দারুল ইসলাম মুহাম্মদীয়া বল্লা, আলিম মাদরাসায় সোমবার (৮ আগষ্ট) সকালে অডিটরিয়ামে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা উপলক্ষে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ শিক্ষক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গভর্নিংবডির সভাপতি মো: মোফাখ্খারুল ইসলাম। বিশেষ অতিথি বল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রাশেদুল হাসান লাভলু, বল্লা ইলাকা জমঈয়তে আহলে হাদীসের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বল্লা আল মোকারম জামে মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য আবুল কালাম আজাদ, সহ-অধ্যাপক আব্দুস সাত্তার ইবনে ইমাম, ইংরেজী প্রভাষক এম এ রহমান, মাওলানা আবদুর রউফ প্রমুখ।
উক্ত মা ও অভিভাবক সমাবেশে মাদরাসা, স্কুল কলেজে সঠিক সময়ে যায় কিনা, মা, বাবা, অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রীদের ভূমিকা তুলে ধরে বক্তব্য রাখেন।