টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা করোনেশন হাই স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।
সোমবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতীহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে। এ নির্বাচনে স্কুল অ্যান্ড কলেজ শাখায় ৯ জন প্রার্থী নির্বাচিত হন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার মোস্তফা কবির এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচিতরা হলেন- দাতা সদস্য শহীদুল ইসলাম; শিক্ষক প্রতিনিধি কলেজ শাখা মো: তারেকুল ইসলাম; স্কুল শাখা মো: লুৎফর রহমান; সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি খন্দকার মনিরুন নাহার; অভিভাবক সদস্য কলেজ শাখা আসাদুজ্জামান, আছির উদ্দিন; স্কুল শাখা রফিকুল ইসলাম, আলী হোসেন; পদাধীকার বলে সদস্য সচিব নির্বাচিত হন বল্লা করোনেশন হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাজ্জাত হোসেন।
উল্লেখ্য: ২০১১ সালে শতবর্ষের গৌরব অর্জন করে এখন পর্যন্ত বল্লা ও আশে পাশের এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে।