টাঙ্গাইলে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় লিয়াকত আলী (৫৮) কে যাবজ্জীবন কারাদন্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো একবছর কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন। দন্ড প্রাপ্ত লিয়াকত আলী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চেচুয়াজানী গ্রামের মৃত নয়ান আলীর ছেলে। আসামির উপস্থিতিতেই এ রায় দেন বিচারক।
টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি মোহাম্মদ আব্দুল কুদ্দুস জানান, গত ২০১৫ সালের ২১ মার্চ বিকেলে চেচুয়াজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী বাড়ির পাশে খেলা করছিল। এ সময় লিয়াকত আলী তাকে বড়ই দেয়ার কথা বলে ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। বিষয়টি অন্য কাউকে জানালে খুনের ভয় দেখিয়ে ঘর থেকে বের করে দেন। পরদিনই শিশুটি তার পরিবারকে ঘটনাটি জানান। শিশু মেয়েটির পিতা প্রতিবন্ধী হওয়ায় তার দাদা ২ এপ্রিল নাগরপুর থানায় মামলা করেন। ২০১৫ সালের ১৩ জুলাই আদালতে চার্জশিট দেয় পুলিশ। আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক।