টাঙ্গাইলে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র্র করে মোহাম্মদ আলী (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।রোববার সকালে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ছোট বৈন্যাফৈর গ্রামে এঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী ওই গ্রামের মৃত নগর আলীর ছেলে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন জানান, সকাল সাড়ে ৯ টায় তাদের জমির সীমানা প্রাচীর তোলাকে কেন্দ্র করে মোহাম্মদ আলীর প্রতিপক্ষের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র দিয়ে মোহাম্মদ আলী উপর হামলা করে। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, লাশ হাসপাতাল মর্গে রয়েছে। আইনী পক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।