ঈদের বাকি আর মাত্র ৩ দিন। ইতোমধ্যেই ঈদের ছুটি কাটাতে গ্রামের দিকে রওনা দিয়েছে কর্মব্যস্ত মানুষ। এতেই যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। তবে যাত্রীরা অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করছেন।
গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় হয়ে উত্তরবঙ্গের প্রায় ২৬টি জেলার মানুষ যাতায়াত করে থাকে। ঈদ যাত্রায় দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানের মধ্যে এটি অন্যতম। সরেজমিনে দেখা যায়, সকাল হতে যাত্রীদের অতিরিক্ত ভীড় দেখা যাচ্ছে। এই ভীড় বেলা বাড়ার সাথে সাথে আরও বৃদ্ধি পাবে।
বগুড়া জেলার দুপচেচিয়া এলাকার মিশেল হক বলেন, কারখানায় ছুটি আজ তবে আমরা যারা নাইট করেছি তাদের সকালেই ছুটি হয়ে গেছে। চন্দ্রায় গাড়ি থাকলেও ভাড়া বেশি নিচ্ছে চালকেরা। ৭০০ টাকার কমে কোন বাসে যাত্রী নিচ্ছে না।
নওগাঁর জুলেখা খাতুন বলেন, কারখানা ৯ দিনের ছুটি দিয়েছে। ভোরে রওনা হয়েছে বাড়ির উদ্দেশ্যে। সাথে সন্তান ও স্বামীও রয়েছে। ভাড়া বেশি তাতেও সমস্যা নেই, ভালো গাড়ি পেলেই খুশি।
সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন বলেন, যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়াও পুলিশ সবসময় অন ডিউটিতে রয়েছে। সকাল হতে যাত্রীদের চাপ বেড়ে গিয়েছে। অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়টি পুলিশ খোঁজখবর রাখছে।