টাঙ্গাইলের মধুপুরে বিপুল পরিমাণ কারেন্ট জাল ও ম্যাজিক চায়না দুয়ারী পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রামমান আদালত। মঙ্গলবার (৫ জুলাই) মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় উপজেলার জলছত্রের হাওদা বিলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ অভিযান পরিচালনা করেন। এ সময় ৩৫ টি নিষিদ্ধ চায়না দুয়ারী ও ১০ টি কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মধুপুর থানার পুলিশ টিম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীসহ জনপ্রতিনিধি।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন জানান, দেশীয় মাছ সংরক্ষণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।