নানা কর্মসুচির মধ্য দিয়ে সারাদেশের ন্যায় টাঙ্গাইলে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানটি বিটিভির মাধ্যমে বড় পর্দায় স¤প্রচার করা, বিশেষ দোয়া, মোনাজাত, প্রার্থনা, হাসপালে খাবাার উন্নত মানের খাবার, জেরখানায় উন্নত মানের খাবার ও অসহায় মানুষের মাঝে উন্নত মানের খাদ্য পরিবেশন প্রভৃতি।
শনিবার সকালে পৌর শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানের মুক্তমঞ্চে টাঙ্গাইল জেলা প্রশাসন এক অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানটি বিটিভির মাধ্যমে বড় পর্দায় সম্প্রচার করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর জাতীয় ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজজন করা হয়।
এ সময় জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশাসক ড: মো: আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষার্থীরাসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
অপরদিকে, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালি করেছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড: ফরহাদ হোসেনের নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালীটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র্যালীতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড: সিরাজুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
এদিকে, টাঙ্গাইলের কালিহাতীতেও স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: নাজমুল হুসেইনের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন, কালিহাতী পৌরসভার মেয়র মো: নুরুন্নবী সরকার, উপজেলা প্রকৌশলী মো: আমিনুল ইসলাম, কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান প্রমুখ। এছাড়াও জেলার সকল উপজেলায় দিনব্যাপী বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।