টাঙ্গাইলের বাসাইলে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মির্জা মোশারফ হোসেন সভাপতি ও মো: মনিরুজ্জামান মিয়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনির খান সাধারন সম্পাদক নির্বাচিত হয়। শুক্রবার বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত।
জানাগেছে, এক যুগ পর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোট ভোটার সংখ্যা ছিল ৪৫২। এদের মধ্যে ৪৪৪ জন্য ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের মোট ২টি পদ সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা হয়। সভাপতি পদে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরা হলেন এএসএম রেজাউর রহমান, মির্জা মোশারফ হোসেন ও মো: আসাদুজ্জামান মিয়া।
অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো: মোফাজ্জল হোসেন ও মো: মনিরুজ্জামান মিয়া। এত সভাপতি পদে মির্জা মোশারফ হোসেন নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী এ এস এম রেজাউর রহমানের চেয়ে ৩৪ ভোট বেশি পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মো: মনিরুজ্জামান নিকটতম প্রতিদ্বন্দ্বি মো: মোফাজ্জল হোসেনের চেয়ে ১২১ ভোট বেশি পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।