টাঙ্গাইলের কালিহাতীতে মশিউর রহমান সোহেল(৩০)নামের এক ব্যবসায়ীর টাকা ছিনতাই ও প্রাণনাশের হুমকির অভিযোগ অমিত হাসান (২৮) ও শুভ (২৫)’র বিরুদ্ধে। বুধবার দুপুরে ব্যবসায়িক দ্বন্ধ নিয়ে এঘটনা ঘটে। এর প্রতিকার চেয়ে বুধবার রাতে কালিহাতী থানায় একটি অভিযোগ করেছেন মশিউর রহমান। বৃহস্পতিবার বিকালে জীবনের নিরাপত্তা চেয়ে কালিহাতী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলন ও অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ঘড়িয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে ব্যবসায়ী মশিউর রহমান সোহেল গত ৮ জুন বুধবার দুপুরে এলেঙ্গার একটি হোটেলে দুপুরের খাবার খেয়ে সাফি টেলিকমের সামনে দিয়ে যাবার সময় এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ি গ্রামের মোজাফর আলীর ছেলে অমিত হাসান (২৮)ও একই এলাকার বাবুল শিকদারের ছেলে শুভ’র (২৫) তার গতিরোধ করে। এরপর সাফি টেলিকমের দোকানের ভিতরে ডেকে নেয়। এ সময় ধারালো কাটার মেশিন তার গলায় ধরে এবং পুংলি এলাকায় মাটির ব্যবসা করলে প্রানে মেরে ফেলা হবে বলে হুমকি দেয় তারা। এ সময় তার কাছে থাকা দুই লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। এমন পরিস্থিতিতে ব্যবসায়ী মশিউর রহমান সোহেল পুলিশ প্রশাসনের নিকট নিরাপত্তা চেয়ে একটি অভিযোগ ও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে অমিত ও শুভকে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
অভিযোগটির তদন্ত কর্মকর্তা কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মো: রাজু আহমেদ জানান, এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এবিষয়ে অভিযুক্ত অমিত হাসান ও শুভর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে বিষয়টি এড়িয়ে যান তারা।