টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া বেলায়েত হোসেন (৭৬) নামের এক রোগীর লাশ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে হাসপাতাল সংলগ্ন বৈরাণ নদী থেকে তার গলিত লাশ উদ্ধার করা হয়। তিনি সূতি পলাশ গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।
জানাগেছে, দুই মেয়ের জনক বেলায়েত হোসেন ২০০৬ সালে পানি উন্নয়ন বোর্ড থেকে অবসরে যান। স্ত্রী মারা যাওয়ার পর নানা কারণে স্বজনদের সাথে তার দূরত্ব তৈরি হয়। ক্যানসার আক্রান্ত হওয়ার পর দেখা দেয় মানসিক বৈকল্য। তিনি নিজ বাড়ি ছেড়ে উত্তর পাথালিয়া আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে নিঃসঙ্গ জীবনযাপন করতেন।
কর্তব্যরত চিকিৎসক সনজিৎ কুমার জানান গত ২৭ মে জ্বর ও পেট ব্যথা নিয়ে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন তিনি।রোববার (২৯ মে) সবার অজান্তে তিনি হাসপাতাল থেকে বেরিয়ে যান।
গোপালপুর থানার ওসি মো: মোশারফ হোসেন জানান, প্রথমে অজ্ঞাতনামা হিসেবে লাশটি উদ্ধার করা হয়। পরে পিবিআই ও সিআইডি পুলিশ আলামত সংগ্রহ করে লাশ সনাক্তে সক্ষম হন। ময়না তদন্তের জন্য লাশ টাঙ্গাইল মর্গে পাঠানো হয়।