টাঙ্গাইল সদরে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) সকালে টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসন ও তথ্য কমিশনের আয়োজনে উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে এ প্রশিক্ষণ ও অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুনের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান নাজমুল হুদা নবীন,সদর থানার তদন্ত কর্মকর্তা শামীম হোসাইন উপস্থিত ছিলেন।