টাঙ্গাইলের কালিহাতীতে নিউ ধলেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে বজ্রপাতে দুই স্কুল ছাত্রসহ তিন জন নিহত হয়েছেন। মঙ্গলবার ঈদের দিন সকালে উপজেলার হাতিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে, হাতিয়া দক্ষিণ পাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (১৪), দশকিয়া বাড়ারি পাড়ার জুলহাস মিয়ার ছেলে ফয়সাল মিয়া (১৪) ও রাকিব মিয়া (২১)। রাকিব হাতিয়া গ্রামের রাজ্জাক মিয়ার মেয়ের জামাই। আরিফুল ও ফয়সাল দশকিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
জানা যায়, ঈদের দিন সকালে বাড়ির পাশের নিউ ধলেশ্বরী নদীতে গোসল করতে যায় নিহত ওই তিন জনসহ পাঁচ জন। হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে পাঁচ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় ফয়সাল, আরিফুল ও রাকিবকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর দুইজন পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী চলে যায়।
এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে নিহতদের লাশ বাড়ীতে আনা হয়েছে। ঈদের দিন এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।