মেডিকেল ক্যাম্প, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে টাঙ্গাইলে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জনের সভা কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন, সিভিল সার্জন ডা: আবুল ফজল মো: সাহাবুদ্দিন খান। এ সময় বক্তব্য রাখেন মেডিকেল এসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ডা: সৈয়দ ইবনে সাঈদ,ডেপুটি সিভিল সার্জন ফারজানা তাহের মুনমুন, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা উন্নয়ন কর্মকর্তা মো: রবজেল হক,সদর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো: শরিফুল ইসলাম, জেলা সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ উর রহমান প্রমুখ। এর আগে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।