টাঙ্গাইলে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৬৬৩ বস্তা চাল উদ্ধার করেছে র্যাব-১২, সিপিসি-৩ এর সদস্যরা। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার করটিয়া এলাকার একটি টিনের গুদাম ঘর থেকে এসব চাল উদ্ধার করা হয়।এসময় চালসহ ব্যবসায়ী শরৎ চন্দ্র সূত্রধরকে গ্রেফতার করা হয় । সে কলেজ পাড়ার সুবল সূত্রধরের ছেলে।
র্যাব-১২ সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো: এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সদর উপজেলার করটিয়া বাজারে অভিযান চালায় র্যাব।
এ সময় শরৎ চন্দ্র সূত্রধরের টিনের গুদাম ঘর থেকে অবৈধভাবে মজুদ রাখা সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ৬৬৩ বস্তা চাল ও নগদ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ সময় চাল ব্যবসায়ী শরৎ চন্দ্রকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন ধরে এসব চাল বেশি মুনাফার আশায় অবৈধভাবে সংগ্রহ করে মজুত করে আসছে। তার বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।