কালিহাতীতে লকডাউনে কঠোর অবস্থানে প্রশাসন, নির্দেশনা অমান্য করায় জরিমানা
করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউনের আদলে দেয়া কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে টাঙ্গাইলের কালিহাতীতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ। তারই ধারাবাহিকতায় শুক্রবার (২ জুলাই) সাত দিনের কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার এলেঙ্গা, মগড়া ও কালিহাতী সদরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ১০ জনকে ৭ হাজার ৪ শত টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা তানজিন অন্তরা। এসময় সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী, সেনাবাহিনী ক্যাপ্টেন মো. আশিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ছালেক, দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ মালেক ভূঁইয়া ও মগড়া পুলিশ ফাঁড়ির এসআই প্রবীর সহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। উপজেলা নির্বাহী রুমানা তানজিন অন্তরা জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোর বিধিনিষেধ না মেনে দোকানপাট খোলা রাখা, মাস্ক পরিধান না করা এবং অপ্রয়োজনে বাড়ির বাইরে এসে ঘুরাঘুরি করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ মামলায় ৭ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। এদিকে শুক্রবার সকালে কালিহাতী সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল হাসান উপজেলার আউলিয়াবাদ, বল্লা ও কোকডহরা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে সরকারি নির্দেশনা না মানায় ৮ জনকে ৬ হাজার ৫ শত টাকা জরিমানা করেন