মানবাধিকার প্রতিষ্ঠান “হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি” টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে (১০ ডিসেম্বর) দিবসটি উদযাপন উপলক্ষে মানবাধিকার রক্ষায় বিভিন্ন সংগঠন যৌথভাবে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে।
এরপর একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন। “হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি” টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাংবাদিক মো: রাশেদ খান মেননের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ।
এত এসময় বক্তব্য রাখেন, “হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি” টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: সাইফুল ইসলাম স্বপন, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) টাঙ্গাইল ইউনিটের সমন্বয়কারী অ্যাডভোকেট খন্দকার আমিনা রহমান, অ্যাডভোকেট আল রুহী, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, শামীম আল মামুন, নারী নেত্রী নাজমুস সালেহীন, মঞ্জু রানী প্রমানিক প্রমুখ।