টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালক কাউসার আহম্মেদ (২০) নিহত হয়েছে। এ দূর্ঘটনায় আহত হয়েছে আরো দুই জন।
শুক্রবার সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত কাউসার আহম্মেদ সামাদ আলীর ছেলে। আহতরা হলেন নিজাম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৩২) ও নইমুদ্দিনের ছেলে মুসলেম উদ্দিন (৫০)। নিহত ও আহতরা তারা মির্জাপুর উপজেলার বাসিন্দা।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আলাউদ্দিন জানান নাসির গ্যাস ফ্যাক্টরির সামনে মির্জাপুরগামী মালবাহী একটি পিকাপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়ির পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক নিহত ও পিকআপে থাকা আরো দুইজন আহত হন।
আহতদের উদ্ধার করে টাঙ্গইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ গোড়াই হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।