টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীর সঙ্গে রাগ করে দেড় বছরের শিশুসহ মা স্বপ্না রানী চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার গোড়াই ইউনিয়নে ভানুয়াবহ এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোড়াই ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা সুশান্ত সরকারের সঙ্গে তার স্ত্রী স্বপ্না রানী সরকারের সাংসারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। পরে স্বপ্না রানী স্বামীর সঙ্গে রাগ করে দেড় বছরের শিশু সন্তান শীয়ানকে নিয়ে বাড়ি থেকে বের হয়। বিকেল সাড়ে চারটার দিকে উত্তর ভানুয়াবহ এলাকায় ব্রিজের উপর শিশু সন্তানসহ চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। নিহতদের পরিবারের লোকজন লাশ বাড়িতে নিয়ে যায়।
দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) আইয়ুব খান জানান, স্বামী-স্ত্রীর মধ্যে সাংসারিক বিষয়ে ঝগড়া হওয়ার পর স্ত্রী স্বপ্না রানী সরকার শিশুসন্তান নিয়ে ট্রেন লাইনে এসে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে।