জেলা আওয়ামী লীগ নির্বাচন অফিস সূত্রে জানায়, গত মঙ্গলবার টাঙ্গাইল সদর উপজেলার আটটি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করে দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। এতে ঘারিন্দা ইউনিয়নে হোসাইন ছাদাব অন্তুকে এবং দাইন্যা ইউনিয়নে সোলায়মান হোসেন মিন্টুকে মনোনয়ন দেওয়া হয়। দলীয় মনোনয়নের চিঠি পেয়ে তারা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। পরে বুধবার (২৫ নভেম্বর) শেষ মুহূর্তে দলের মনোনয়ন বোর্ড এই দুই ইউনিয়নের মনোনয়ন পরিবর্তন করা হয়।
ঘারিন্দা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান তোফায়েল আহমেদ এবং দাইন্যা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। এতে দুই ইউনিয়নেই নির্বাচনী উত্তাপ ছড়িয়েছে।
নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তবে কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে দলীয় নেতা-কর্মীরাও উজ্জীবিত হচ্ছে। নেতা-কর্মীরা ভোটারদের মন জয় করতে ইতোমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের।
এদিকে ভোটাররাও দেখে শুনে ভোট দিতে চাইছেন। যাকে দিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়ন হবে তাকেই নির্বাচিত করতে চাইছেন ভোটাররা।
টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ মো: ছানোয়ার হোসেন মনোনয়ন পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন। বিকেলেই নতুন মনোনয়ন পাওয়া দুইজন রিটার্নিং কর্মকর্তার কাছে দলীয় মনোনয়নের চিঠি জমা দেন।