টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেরিবাইদ ইউনিয়নে গত (১৯ নভেম্বর) আদিবাসীদের সংস্কৃতি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সফল চেয়ারম্যান মো: জুলহাস উদ্দিন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি মো: জুলহাস উদ্দিন বলেন, আমি বিগত ৫ বছর যাবত জনগণের সুখে-দুখে সবসময় পাশে থেকে সেবা করেছি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে আবারো জনগনের ভোটে নির্বাচিত হবো ইনশাআল্লাহ,আরো বলেন, সমাজ সেবা, রাজস্ব আদায়, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন মানদন্ডে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার তৃণমূল ও জনগণের কাছে ব্যাপক ভালোবাসা পেয়েছি, তাই বেরিবাইদ ইউনিয়নবাসীর প্রাপ্তি হিসেবে উল্লেখ করে ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মো: জুলহাস উদ্দিন, চেয়ারম্যানের দ্বায়িত্ব নেওয়ার পর হতে ইউনিয়নের উল্লেখ যোগ্য উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। এলাকার হতদরিদ্র মানুষের উন্নয়নে নিরন্তর প্রয়াস সব মহলেই প্রশংসা কুড়িয়েছেন। রাস্তা ঘাটের উন্নয়ন, ভিজিডি কার্ড বিতরণ, বয়স্ক ভাতা প্রদান,বিভিন্ন প্রকল্পের ব্যস্তবায়ন, এলজিএসপির অর্থায়নে উন্নয়নমুখী প্রকল্পসমূহ দায়িত্বশীলভাবে বাস্তবায়ন করে এলাকায় নিজের মুখ উজ্জ্বল করেছে। এলাকায় আলোকিত মুখ হিসাবে পরিচিত এ মানুষটি নিজের সাফল্যের কারনে বিভিন্ন সংগঠন কর্তৃক নানা ভাবে প্রশংসিত হয়েছেন। এলাকার মসজিদ, মাদ্রাসা, স্কুল, এতিমখানাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক, ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত ভদ্র, সাদা মনের মানুষ।
মো: জুলহাস উদ্দিন, আরো বলেন, এই এলাকা কৃষি প্রধান হওয়ায় কৃষি আর কৃষকের উন্নয়নে দ্বায়িত্ব নেওয়ার পর নিরলস ভাবে কাজ করতে হচ্ছে। এ অঞ্চলের মানুষজনকে রক্ষা করতে সরকারি ভাবে বিষয়টির আলোকে প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়ন করা অত্যন্ত জরুরী। একমাত্র স্থানীয় সরকারের উন্নয়নই পারে, যে কোন সরকারের উন্নয়নকে ত্বরান্বিত করতে। সরকার স্থানীয় সরকারের দিকে, যত বেশি নজর দিবে, মফস্বল এলাকার প্রান্তিক জনগণ তত বেশি উপকৃত হবে।